
প্রকাশিত: Mon, Jul 29, 2024 11:00 AM আপডেট: Tue, Apr 29, 2025 11:22 PM
[১]সহিংসতায় রেলের ক্ষয়ক্ষতি ৩২ কোটি টাকা [২]৫০ কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত: ডিজি
আনিস তপন: [৩] কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের ক্ষতি হয়েছে ৩২ কোটি ২১ লাখ ৪৮ হাজার টাকার সম্পদ। রেলওয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
[৪.১] রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ১১২টি ট্রেন যাতায়াত করে। ট্রেনগুলোতে প্রতিদিন ১ লাখ ৭০ হাজার যাত্রী আসা-যাওয়া করে।
[৪.২] সারাদেশে প্রতিদিন ট্রেন চলাচল করে ৩৬৭টি। এসব ট্রেনে যাত্রী ও পণ্য পরিবহন থেকে প্রতিদিন রেলের আয় হয় প্রায় তিন কোটি ৩০ লাখ টাকা। কিন্তু সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে লেভেল ক্রসিং গেইট, স্টেশন বিল্ডিং, লোকোমোটিভের গ্লাস ও হেডলাইট ভাঙচুর করা, বগিতে অগ্নিসংযোগ, সিগন্যাল যন্ত্রপাতি বিনষ্ট করা ছাড়াও বিভিন্ন ট্রেন ও স্টেশনের বৈদ্যুতিক যন্ত্রাংশের ব্যাপক ক্ষতিসাধন করায় রেলের আর্থিক ক্ষতি হয়েছে।
[৫] কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর সহিংসতার ঘটনায় ১৯ জুলাই রাত থেকে ট্রেন চলাচল বন্ধ রাখে রেল কর্তৃপক্ষ।
[৬.১] রেলের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী বলেন, কোটা সংস্কার চেয়ে আন্দোলনের নামে যখন ১৮ জুলাই থেকে রেললাইন অবরোধ, বেরিকেড দেয়া হলো, বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু হলো, কোন কোন স্থানে লেবেল ক্রসিং ব্যারিয়ার ভেঙ্গে ফেলা হলো, কোন কোন স্থানে সিগন্যালিং সিস্টেমের তার ছিঁড়ে ফেলার মত ধ্বংসযজ্ঞ শুরু করে। এসব কারণে দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচলের নির্দিষ্ট সময় ব্যাহত হয়েছে।
[৬.২] তিনি বলেন, আন্দোলনের নামে সহিংসতায় ইতোমধ্যে রেলের প্রায় ৩২ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তাছাড়া ১৯ জুলাই থেকে এ পর্যন্ত (১০দিন) প্রতিদিনের মালামাল ও যাত্রী পরিবহনের ফলে যে রাজস্ব আয় হয় তা বন্ধ রয়েছে।
[৬.৩] মহাপরিচালক বলেন, প্রতিদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় সরকার গড়ে ৪ থেকে ৫ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। বিপরীতে ট্রেন বন্ধ থাকায় লোকোমোটিভে হয়তো জ¦ালানী খরচ বেঁচে গেছে। কিন্তু কর্মচারীদের বেতন-ভাতা, সংস্কার, স্থাপনা ব্যয় কিন্তু বহন করতে হচ্ছে।
[৬.৪] রেল খাত জাতীয় অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখে উল্লেখ করে শাহাদাত আলী বলেন, রেলে জ¦ালানী পরিবহন করা হয়। সীমিত আকারে জ¦ালানী পরিবহন শুরু হলেও বেশির ভাগ স্থানে জ¦ালানী সরবরাহ বন্ধ থাকায় কল-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। আবার একই কারণে কৃষি খাতে সেচ সুবিধা বন্ধ থাকায় কৃষি পণ্যের উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে পণ্য উৎপাদন ও কৃষিপণ্যের উৎপাদন ও সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হলে তাই রেলে জ¦ালানী সরবরাহ অব্যাহত রাখা অপরিহার্য।
[৬.৫] তিনি বলেন, প্রত্যক্ষভাবে রেলের মাধ্যমে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। পরোক্ষভাবে দেশের কৃষি পণ্য ও কল-কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
[৬.৬] এক প্রশ্নের জবাবে সরদার শাহাদাৎ আলী বলেন, রেল চালুর বিষয়টি ভাবা হচ্ছে। তবে দেশের বিভিন্ন স্থানে কারফিউ চলায় রেল চালুর ক্ষেত্রে এটাও বিবেচনায় নিতে হচ্ছে। কারণ ট্রেনে গিয়ে গন্তব্যস্থলে পৌঁছার পর দেখা গেল কারফিউ চলছে। সেক্ষেত্রে যাত্রীরা বিপদে পড়তে পারেন। তাই জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ট্রেন চালু করা হবে। এক্ষেত্রে যতদ্রুত স¤ভব পরিস্থিতি স্বাভাবিক হলে সর্বোপরি যাত্রী নিরাপত্তা নিশ্চিত হলেই ট্রেন চলাচল শুরু হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
